ব্যর্থতায় বিএসএফ প্রধানকে পদচ্যুত

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়ালকে পদচ্যুত করা হয়েছে। একই সঙ্গে পদচ্যুত করা হয়েছে তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকেও। পৃথক আদেশের মাধ্যমে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

গতকাল শুক্রবার (২ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকার এই দুইজনকে বিএসএফ থেকে সরিয়ে দিয়েছে। নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অন্যদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা। 

একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর এসব কার্মকাণ্ড ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন। এজন্যই তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। কিন্তু নির্দিষ্ট মেয়ার শেষ হওয়ার আগে তাকে পদচ্যুত করা হলো। 

উল্লেখ্য, ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের ২ লাখ ৬৫ হাজার সদস্য আছে। ভারতে পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান এবং পূর্ব দিকের বাংলাদেশ সীমান্তে বিএসএফের এসব সদস্য মোতায়েন আছেন।


সূত্র: এনডিটিভি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //