Logo
×

Follow Us

আন্তর্জাতিক

স্কুলে জন্মদিন পালনের নামে ছাত্রীদের বিয়ার পান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১

স্কুলে জন্মদিন পালনের নামে ছাত্রীদের বিয়ার পান

প্রতীকী ছবি।

জন্মদিন উপলক্ষে ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার এক সরকারি স্কুলের ছাত্রীদের ওপর বিয়ারপান করার অভিযোগ উঠেছে। 

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলের ছাত্রীদের বিয়ারপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই আলোচনার সৃষ্টি হয় রাজ্যজুড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। গত ২৯ জুলাই, ক্লাসরুমে কয়েকজন ছাত্রী তাদের সহপাঠীর জন্মদিন পালন করে। পার্টি চলাকালীন তারা বিয়ার পান করে বলে অভিযোগ। পরে এক ছাত্রী সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫