৭৫ বছরের মধ্যে চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

চীনের অন্যতম বৃহত্তম শহর ও দেশটির আর্থ-বাণিজ্যিক খাতের কেন্দ্রবিন্দু সাংহাইতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’। গত প্রায় ৭৫ বছরের মধ্যে সাংহাইতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।

এদিকে দুর্যোগের কারণে সাংহাইয়ের দুইটি বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কিছু রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ক্যাটাগরি ১ ঝড় হিসেবে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীতে আঘাত হানে টাইফুনটি। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন বেবিনকা সোমবার সকালে ক্যাটাগরি ১ ঝড় হিসেবে সাংহাইতে আছড়ে পড়েছে। গত সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সরাসরি চীনা অর্থনীতির এই কেন্দ্রে আঘাত করা সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এটি।

রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১৫১ কিলোমিটার (৯৪ মাইল) গতিবেগ নিয়ে বেবিনকা স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রায় আড়াই কোটি বাসিন্দার শহর সাংহাতে আছড়ে পড়ে। ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়ার পর থেকে সাংহাইতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হচ্ছে টাইফুন বেবিনকা।

রয়টার্স বলছে, সাংহাইতে খুব কমই শক্তিশালী টাইফুনের সরাসরি আঘাতের শিকার হয়ে থাকে। মূলত এই ধরনের টাইফুন সাধারণত চীনের আরও দক্ষিণে আঘাত হেনে থাকে। এর আগে ক্যাটাগরি ৪-এর ধ্বংসাত্মক ঝড় ইয়াগি গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওপর আছড়ে পড়ে।

এদিকে টাইফুন বেবিনকার আঘাতের শঙ্কায় রবিবার রাত থেকে সাংহাই শহরের দুইটি বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সাংহাই রেলওয়ে স্টেশনও তাদের কিছু রেল পরিষেবা স্থগিত করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh