ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অবশেষে পদত্যাগ করেছেন।
জামিনে জেল থেকে বের হওয়ার চার দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
কেজরিওয়াল অবশ্য এর আগেই দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে পদত্যাগের এমন ঘোষণা দিয়েছিলেন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেন।
এ সময় তার উত্তরসূরি অর্থাৎ দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী অতীশি এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।
একই দিনে আম আদমি পার্টির আইনপ্রণেতাদের এক বৈঠকে দিল্লির পরবর্তী নতুন মুখ্যমন্ত্রী অতীশি মারলেনার নাম ঘোষণা করেন দলটির প্রধান কেজরিওয়াল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh