ভারতে বলিদানের নামে ৭ বছরের শিশুকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের হাতরাস শহরের একটি স্কুলে ‘উন্নতি’র আশায় কথিত বলিদানের নামে ৭ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। 

এই ঘটনায় জড়িত তিন শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে স্কুলের হোস্টেলের বিছানা থেকে ওই বালকের মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, স্কুলের পরিচালক দীনেশ বাঘেল তার গাড়ির ট্রাংকে ওই বালকের মরদেহ লুকিয়ে রেখেছিলেন।

আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, স্কুলের ‘উন্নতি’ না হওয়া নিয়ে বিচলিত ছিলেন স্কুল পরিচালক বাঘেল। তার বাবা তন্ত্রসাধনা করেন। তার পরামর্শেই উন্নতির জন্য এক পড়ুয়াকে ‘বলি’ দেওয়ার তোড়জোড় শুরু হয়। এরপর ‘নরবলি’র আয়োজন করা হয়। এজন্য বেছে নেওয়া হয় স্কুলের হোস্টেলের এক ছাত্রকে। 

প্রথমে গত ৬ সেপ্টেম্বর ওই ছাত্রকে হোস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলেরই পেছনে একটি জায়গায় ‘বলি’র ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ছাত্র পালিয়ে যায় বলে ওই তন্ত্রসাধনা ব্যর্থ হয়। এরপর আবার ২২ সেপ্টেম্বর এই বলিদানের আয়োজন করা হয়।

পুলিশ কর্মকর্তা হিমাংশু মাথুর এএফপিকে বলেছেন, বালকটিকে বলিদানের জন্য মন্দিরের একটি বেদীতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে তাকে বলিদান করা হতো। কিন্তু শিশুটি ভয়ে চিৎকার শুরু করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিন শিক্ষক।

ঘটনায় জড়িত থাকায় বাঘেল এবং তার বাবা ও স্কুলের তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হিমাংশু।

ভারতে তন্ত্রসাধনা ও কুসংস্কার থেকে বলিদানের ঘটনা বেশি ঘটে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুযায়ী, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে মানববলির ঘটনায় ১০৩টি মামলা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh