Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

জম্মু-কাশ্মীরে জয়ী কংগ্রেসের জোট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১১

জম্মু-কাশ্মীরে জয়ী কংগ্রেসের জোট

জম্মু-কাশ্মীরের ভোটে জয়ী হয়েছে ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর বিধানসভায় জয়ী হয়েছে ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। হরিয়ানাতে বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে গণনা শুরু হওয়া দুই বিধানসভা ভোটের প্রায় সব আসনের চূড়ান্ত ফলাফলই সন্ধ্যায় চলে আসে। দুটি বিধানসভাতেই মোট আসন সংখ্যা ৯০টি করে।

জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট পেয়েছে ৪৮টি আসন। বিজেপি পেয়েছে ২৯টি।

কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ  ৩৭০ ধারা বিলোপের আগে যিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মেহবুবা মুফতির দল পিডিপি খুব খারাপ ফল করেছে। তারা মাত্র তিনটি আসন পেয়েছে। আম আদমি পার্টি ও সিপিআইএম একটি করে আসন পেয়েছে। নির্দলীয় সাতটি এবং অন্য একটি রাজ্যভিত্তিক দল একটি আসনে জিতেছে।

হরিয়ানায় বিজেপি পেয়েছে ৪৮টি আসন, কংগ্রেস ৩৬টি আসনে জিতেছে। লোকদল দুটি ও নির্দলীয় প্রার্থীরা তিনটি আসন পেয়েছেন।

এই প্রথমবার হরিয়ানায় কোনও একটি দল একটানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে।

বুথ ফেরত সমীক্ষাগুলি অবশ্য জানিয়েছিল যে জম্মু-কাশ্মীরে কোনও দল বা জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না, অন্যদিকে হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় আসবে এমনটাও জানিয়েছিল বুথ ফেরত সমীক্ষাগুলি। ওই সমীক্ষা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫