আরও সাতটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সম্প্রতি ইমরানের মুক্তির দাবিতে তার দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়।
এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান। গতকাল সোমবার (৩ ডিসেম্বর) তাকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন সাতটি মামলায় ইমরানকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত।
বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতাকর্মীদের আসামি করে এসব মামলা হয়েছে। গত নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের তিন সদস্য নিহত হন।
দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভের ঘটনার আলাদা এক মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গতকাল ইমরান খানকে বিশেষ ওই আদালতে হাজির করা হয়েছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh