নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
পাকিস্তানে গোপন কিলিং মিশন তথা গুপ্তহত্যা মিশন চালাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)। একটি প্রতিবেদন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইন ইন্ডিয়া’স শ্যাডো ওয়ার উইদ পাকিস্তান, আ ক্যাম্পেইন অব কাভার্ট কিলিংস’ শিরোনামে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাধীনতার পর থেকে শত্রুর মোকাবেলায় অন্য যেকোনো নেতার চেয়ে নিজেকে অগ্রনী হিসেবে তুলে ধরতে চাইছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই লক্ষ্যে তার নেতৃত্বাধীন ভারত পাকিস্তানের সাথে একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতীয় গোয়েন্দা সংস্থা দেশটিতে গুপ্তহত্যা মিশন চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২১ সালের পর পাকিস্তানে সংগঠিত ছয়টি গুপ্তহত্যার ঘটনা তদন্ত করেছে তারা। পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তা, সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের সংগ্রহ করা পুলিশি নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করেছে।
এসব তথ্য-উপাত্তে পাকিস্তানে ভারতের গুপ্তহত্যার মিশনের রূপরেখা সামনে এসেছে। এই গুপ্তহত্যার মিশনের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আমেরিকায় তথা যুক্তরাষ্ট্র ও কানাডায় সংঘটিত গুপ্তহত্যার মিশনের বেশ মিল রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও বলা হয়েছে, ‘র-এর কর্মকর্তাদের কানাডা ও যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন-এমন অভিযোগের পর সম্প্রতি পশ্চিমা সরকারগুলোর সাথে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। উত্তর আমেরিকায় গুপ্তহত্যার যে অপারেশনগুলো চালানো হয়েছে, সেগুলো প্রথমে পাকিস্তানে পরীক্ষা করে ঝালিয়ে নেয়া হয়।’
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানে হত্যাকাণ্ডগুলো যে চালানো হয়েছে সেগুলো প্রধানত জাতিসংঘে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত দুটি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মুহাম্মদ-এর সন্দেহভাজন নেতাদের লক্ষ্য করে করা হয়। গোষ্ঠী দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিজেদের সেনা ও নাগরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ করে আসছে নয়াদিল্লি।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে পরিচালিত ভারতের অনেক কার্যক্রম আগে কখনো প্রকাশিত হয়নি। গোপনীয়তা বজায় রাখতে নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তারা কথা বলেছেন এবং এই বিষয়ে নানান তথ্য প্রদান করেছেন।
তবে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh