ভারতের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

ভারতের বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত। 

তিরুপতির কালেক্টর এস ভেঙ্কটেশ্বর জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ সম্পূর্ণ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ঘটনায় ছয়জন প্রাণ হারান এবং ৪০ জনের বেশি মানুষ আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে প্রথম তিন দিনের জন্য সার্বজনীন দর্শনের জন্য ১ লাখ ২০ হাজার টোকেন বিতরণের ব্যবস্থা করেছিল তিরুমালা তিরুপতি দেবস্থান কমিটি (টিটিডি)। তবে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে টোকেন বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই ভিড় জমতে শুরু করে।

তিরুপতি পৌর কমিশনার এন মোরিয়া জানিয়েছেন, বৈরাগিপাট্টেডার এমজিএম হাই স্কুলের কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণের অভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বুধবার সকাল থেকেই সেখানে প্রায় ৪-৫ হাজার জন ভিড় করেন। সন্ধ্যার দিকে, একজন অসুস্থ নারীকে সাহায্য করতে একটি গেট খোলা হয়। সেসময় হঠাৎ মানুষের ঢল এগিয়ে আসে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেন, ‘যারা এ ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি।

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী দুর্ঘটনায় ভুক্তভোগীতের সহযোগিতায় কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাকে গভীরভাবে বিচলিত করেছে। বৈকুণ্ঠ দ্বার দর্শনের টোকেন নিতে ভক্তদের ভিড়ের চাপে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’

এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh