Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

বাংলাদেশের ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২১:০১

বাংলাদেশের ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

বাংলাদেশের ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো জাহাজ তিনটি নিয়ে যায় গোষ্ঠীটি।  

আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকাল পর্যন্ত জাহাজগুলো আরাকান আর্মির হেফাজতেই রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক(অপারেশন) লে.কর্নেল জসিম উদ্দিন। 

লে.কর্নেল জসিম উদ্দিন বলেন, ‘তল্লাশির নাম করে তারা জাহাজ তিনটি নিয়ে আটকে রাখে। এসব জাহাজে করে মিয়ানমার থেকে বৈধভাবে আমদানি করা নানা ভোগ্যপণ্য ছিল। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

স্থানীয়রা জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউন-শিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে পণ্যবাহী কোনো জাহাজ মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ গত ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। 

আটকে রাখা জাহাজ তিনটি  ইয়াঙ্গুন থেকে আচার, শুঁটকি, সুপারিসহ ৩০ হাজার বস্তার বেশি পণ্য নিয়ে আসছিল। 

বন্দর কর্তৃপক্ষ বলছে, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার কথা ছিল বৃহস্পতিবার। 

স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘মূলত আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউন-শিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫