ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩
-6793633121986.jpg)
পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। ছবি: সংগৃহীত
ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, এ বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, তা শোনা গেছে ৫ কিলোমিটার দূর থেকেও। খবর এনডিটিভি’র।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এক অনুষ্ঠানে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।
জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারখানার বিস্ফোরণে হতাহতের কথা নিশ্চিত করে বলেছেন, পাঁচজন শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শিগগিরই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।