ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির রেখা গুপ্ত।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং তার মন্ত্রিসভার ৬ জন সদস্য শপথ নেন। উপরাজ্যপাল ভিকে সাক্সেনার তাদের শপথবাক্য পাঠ করান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানা যায়, নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন পরবেশ সিং বর্মা, আশিস সুদ, মনজিন্দার সিং সিরসা, রবীন্দ্রার ইন্দ্রজ সিং, কপিল মিশ্র, পঙ্কজ কুমার সিং। এ ছাড়া স্পিকার হিসেবে শপথ নিয়েছেন বিজেন্দ্র গুপ্ত।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন। ছিলেন এনডিএ জোটের নেতাদের অনেকে। এ ছাড়া প্রায় ৩০ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
রেখা গুপ্ত দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। বিধানসভার নির্বাচনে এবারই প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। তবে দিল্লির পৌরসভা ভোটে টানা তিনবার জিতেছেন রেখা। শেষবার ২০২২-এর ডিসেম্বরে। এর পর তিন বার ভেস্তে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ২০২৩-এর ফেব্রুয়ারিতে মেয়র নির্বাচনে আম আদমি পার্টির (আপ) প্রার্থী শেলি ওবেরয় ৩৪ ভোটে হারিয়েছিলেন বিজেপির রেখাকে। দুই বছর পর সেই ফেব্রুয়ারিতেই মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির মসনদে বসলেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh