Logo
×

Follow Us

খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল টাইগাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:১৫

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল টাইগাররা

অনূর্ধ্ব-২১ বাংলাদেশ হকি দল। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল শনিবার (৭ জানুয়ারি) অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপে ওমানের মাসকটে পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশের হয়ে চার গোল করেন আমিনুল ইসলাম, হ্যাটট্রিক করেন মোহাম্মদ হাসান ও মোহম্মদ হোসাইন। জোড়া গোল করেন মোহাম্মদ জয় এবং বাকি একটি গোল করেন মোহাম্মদ আলী।

এই জয়ে গ্রুপের শীর্ষে উঠল বাংলাদেশ। টানা দুই জয়ে লাল-সবুজ জার্সিধারীদের সংগ্রহ ছয় পয়েন্ট। এর আগে প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। 

গতকাল খেলার প্রথম কোয়ার্টারে শ্রীলঙ্কার জালে দুই গোল দেয় বাংলাদেশ। খেলার সাত মিনিটে ফিল্ড গোল করেন জয় (১-০)। এর ঠিক পাঁচ মিনিট পর বাংলাদেশের হয়ে ব্যবধান বাড়ান হাসান। 

দ্বিতীয় কোয়ার্টারে ১৬, ১৭ ও ১৮ মিনিটে তিনটি পিসি (পেনাল্টি কর্নার) পায় বাংলাদেশ। সব পিসিতেই গোল করেন আমিরুল (৫-০)। খেলার ২১ মিনিটে গোল করেন আলী (৬-০)। খেলার ২৪ ও ২৭ মিনিটে দুটি ফিল্ড গোল করেন হোসাইন (৮-০)। 

তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে বাংলাদেশকে নবম গোল এনে দেন হাসান (৯-০)। খেলার ৪২ মিনিটে দশম গোলটি করেন জয় (১০-০)। খেলার ৪৩ মিনিটে হ্যাটট্রিক করেন হাসান (১১-০)। খেলার ৪৩ ও ৪৪ দুটি গোল করেন আমিরুল। স্কোরলাইন দাঁড়ায় (১৩-০)। চতুর্থ কোয়ার্টারের খেলার ৫৮ মিনিটে শ্রীলঙ্কার জালে শেষ গোলটি করেন আমিরুল । তাতেই ১৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) গ্রুপ পর্বে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫