Logo
×

Follow Us

খেলাধুলা

সেই সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন নাসির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:২১

সেই সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন নাসির

ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন।

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন। সেদিন তার কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন- ফিরে এসে কেমন লাগছে? এমন প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া দেখান নাসির।

সেই সময় উল্টো সাংবাদিককে প্রশ্ন করে বসেন, ‘আপনি কে ভাই? আপনি কি মিডিয়ার লোক? আপনি কি সাংবাদিক?’ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে, তাতে আলোচনা-সমালোচনার মুখেও পড়ে যান নাসির। তবে তার এমন প্রতিক্রিয়া ‘অপেশাদার’ মনে করেছেন সংবাদকর্মীরা। 

গতকাল শনিবার (৭ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন নাসির। এরপর সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের কাছে আন্তরিকভাবে সরি বলেছেন নাসির।

এসময় তিনি বলছেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি নাই কখনো। হয়তো মিরপুরে অনেকদিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে সরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫