সাকিব আল হাসান। ফাইল ছবি
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের সময় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানায় ‘ম্যাচ বাই ম্যাচ’ অধিনায়ক ঠিক করা হবে।
তবে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে ঘোষণা এলো, এখন থেকে পুরো টুর্নামেন্টেই বরিশালকে লিড করবেন সাকিব।
গত আসরেও দলটির অধিনায়ক ছিলেন সাকিব। এবারও তার নেতৃত্বে দলটি খেলবে এমন ধারণাই ছিল সবার। কিন্তু সাকিব একাদশে থাকলেও সবাইকে অবাক করে দিয়ে আগের ম্যাচটিতে টস করতে যান মিরাজ।