
ফাইনালে উঠেছে জাওয়াদ-তুষার জুটি। ছবি: টেনিস ফেডারেশন
আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতের ফাইনালে লড়াই করবে বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া ও তানভীর মুন তুষার জুটি।
আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) ফাইনালে পাকিস্তানের হামজা রমজান ও আবুবকর তালহা জুটির বিপক্ষে খেলবে জাওয়াদ-তুষার জুটি।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে সেমিফাইনালে মিয়ানমারের ফি সার সেই-দার উ জুটিকে ৬-৪, ১-৬, ১০-৮ সেটে হারিয়ে ফাইনালে ওঠে জাওয়াদ-তুষার জুটি।
আগামীকাল আরেক সেমিফাইনালে মালদ্বীপের নুহ নাজিম ও আদম আল নিয়াজকে হারিয়েছে পাকিস্তানি টেনিস জুটি।
বালক দ্বৈতের ফাইনালে খেললেও আক্ষেপ থাকতে পারে জাওয়াদের। বালক এককের সেমিফাইনাল পর্যন্ত এলেও ফাইনালে আর খেলা হয়নি যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেওয়া জাওয়াদের। সেমিফাইনালে চাইনিজ তাইপের আইয়েন লিওয়ের কাছে হেরেছিল জাওয়াদ। বালক দ্বৈতের ফাইনাল নিশ্চিত করে একক ফাইনালে খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও কমতে পারে বাংলাদেশি কিশোরের।
অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপের ফাইনাল হবে আগামীকাল। এরপর দ্বিতীয় ধাপে আরেকটি প্রতিযোগিতা হবে ১৫ জানুয়ারি থেকে। । দুটি প্রতিযোগিতার মোট ফলাফলের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারী ১০ দেশ হতে চারটি দেশ খেলবে ২০২৪ সালের আঞ্চলিক ইভেন্টের ফাইনাল রাউন্ডে।