
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর শুরু হচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি আনুষ্ঠানিকভাবে অষ্টম আসরের সময়সূচি ঘোষণা করেন।
সূচি অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে পিএসএল-এর। আর ১৯ মার্চ লাহোরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।
৩৪ ম্যাচের এই লিগের সবচেয়ে বেশি ১১টি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আর মুলতানে হবে ৫টি ম্যাচ। সবগুলো ম্যাচেই খেলবে মুলতান সুলতানস। করাচিতে হবে ৯টি ম্যাচ। যার অধিকাংশতে লড়বে করাচি কিংস। লাহোরেও হবে ৯টি ম্যাচ।
সূচি ঘোষণার সময় শেঠি জানান, পাকিস্তান সুপার লিগে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএলের পরেই যার অবস্থান।
তিনি আরো জানান পিএসএল-এর এবারের আসরে দর্শকরা নতুন ও ভিন্নধর্মী কিছু দেখতে পাবে। যা দর্শকরা পছন্দ করবেন।