বাংলাদেশ সফরে ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলবে না

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫

আগামী ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি প্রস্ততি ম্যাচ দুটি খেলার কথা ছিল। ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। মূল সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সফরকারীদের। তবে ম্যাচ দুটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আগামী ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি প্রস্ততি ম্যাচ দুটি খেলার কথা ছিল। তবে মিরপুরে নিজামউদ্দিন সুজন ম্যাচ দুটি নিয়ে গণমাধ্যমকর্মীদের বলেছেন, ‘ইংল্যান্ড জানিয়েছে, তারা অফিসিয়াল ম্যাচ দিয়ে তাদের সফর সীমিত করার পরিকল্পনা করছে এবং আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করছি। ’
অর্থাৎ, আগামী ১ মার্চ থেকেই বাংলাদেশের বিপক্ষে পরীক্ষা শুরু হবে ইংল্যান্ডের। ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টি-টোয়েন্টি শেষে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরেই।