Logo
×

Follow Us

খেলাধুলা

বিপিএল মাতাতে সিলেটে ইরফান ও নাইব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩

বিপিএল মাতাতে সিলেটে ইরফান ও নাইব

ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট। ছবি: সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের গুলবাদিন নাইব।

ইরফান ও নাইবের যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি।

ইরফান-নাইবের একসাথে ছবি দিয়ে ক্যাপশনে সিলেট লিখেছে, ‘পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’

ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট।

লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টি জয় ও দুটি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫