
আর্সেনাল দল। ছবি: সংগৃহীত
অ্যাস্টন ভিলার মাঠে বড় বাঁচা বেঁচে গেল আর্সেনাল। দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে গানাররা। এরপর দুই দলের লড়াই এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। ইনজুরি টাইমে শেষতক ৪-২ গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চম মিনিটে গোল হজম করে অতিথিরা। ওলি ওয়াটকিনসের গোল ১৬ মিনিটে শোধ দেন বুকায়ো সাকা।
তবে ৩১ মিনিটে কৌতিনহো স্ট্রাইকে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাস্টন। দ্বিতীয়ার্ধে ফের আর্সেনালকে সমতায় ফেরান জিনচেনকো।
ইনজুরি টাইমে এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর গোল পান গ্যাব্রিয়েল মার্টিনেলি। ২৩ ম্যাচে ৫৪ পয়েন্টে শীর্ষস্থান দখলে নিয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।