Logo
×

Follow Us

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Icon

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:৩৮

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ট্রফি উন্মোচন করছেন তামিম ইকবাল ও জস বাটলার। ছবি: সংগৃহীত

নিজেদের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে সেরা শক্তির দল নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

অন্যদিকে, বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও- ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন, মনে করিয়ে দিয়েছেন মঈন আলি। একাদশ নিয়ে চিন্তিত নয় ইংলিশরাও।

আজ বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। 

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়/শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড দলের সম্ভাব্য একাদশ:
জেসন রয়, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫