Logo
×

Follow Us

খেলাধুলা

তুর্কমেনিস্তান বধের মিশনে বাঘিনীরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৯:৩৯

তুর্কমেনিস্তান বধের মিশনে বাঘিনীরা

বাংলাদেশে অনূর্ধ্ব-২০ নারী দল। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাঘিনীরা। এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। গেল মাসে ঢাকায় সাফ জয়ের অভিজ্ঞতা বাছাই পর্বে কাজে লাগাতে চায় শামসুন্নাহাররা।

শুক্রবার (১০ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি কমলাপুরেই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দিয়েছিল মেয়েরা। এক মাস পর একই ভেন্যুতে নতুন মিশনে টিম বাংলাদেশ। এবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আসর সামনে রেখে এক মাস কঠোর অনুশীলন করেছে মেয়েরা। অতীতে বয়সভিত্তিকে তুর্কমেনিস্তানের সঙ্গে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। প্রথম ম্যাচে ইরানের কাছে ৭-১ গোলে হেরে গেছে তুর্কমেনিস্তান। সেই ম্যাচ মাঠে বসে দেখেছে বাংলার মেয়েরা। ম্যাচের আগে প্রতিপক্ষের শক্তিমত্তা বুঝে নিজেদের দুর্বলতা খুঁজে বের করে মাঠে ঘাম ঝরিয়েছে বাংলার মেয়েরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘ইনশাআল্লাহ মাঠে আমরা নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। তুর্কমেনিস্তানের খেলোয়াড়রা শারীরিক গঠনে আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের ফিটনেস লেভেল যথেষ্ট ভালো। ফিটনেসের যথাযথ ব্যবহার করে তাদের বিপক্ষে জয় তুলে নেয়ার চেষ্টা করব।’

প্রসঙ্গত, গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে ২০২৪-এ উজবেকিস্তানে মূল পর্ব খেলা হবে না বাংলাদেশের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫