
পাওয়ার প্লেতে উড়স্ত সূচনা করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ছবি: সংগৃহীত
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইতোমধ্যে দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার লক্ষ্যে ব্যাটিং করছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে ১ উইকেটে ৭৭ রান করেছে বাংলাদেশ। ৩৪ বল খেলে ৪০ রানে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ৫ বলে ৫ রানে ব্যাটিং করছেন। আর ২২ বলে ২৪ রান করে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রনি তালুকদার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমেছেন স্বাগতিকরা। এই ম্যাচে সাকিব আল হাসানের দল জিতলেই হোয়াইটওয়াশ হবেন জস বাটলাররা।
দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাকিববাহিনী। এই ম্যাচে অভিষেক হচ্ছে বিপিএলের দুর্দান্ত বোলিং করা তানভীর ইসলামের। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই অফস্পিনার। টসের আগে তাকে ক্যাপ পরিয়ে দেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নফিস।
এদিকে একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারি। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন নাসুম আহমেদ ও আফিফ হোসেন। এর আগে এই সিরিজে বিপিএলে দুর্দান্ত খেলা তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই নেমেছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফ্রা আর্চার, রেহান আহমেদ।