Logo
×

Follow Us

খেলাধুলা

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:১৮

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

গোলের পর উল্লাস করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আল-নাসরের হয়েও তেমন সুবিধা করতে পারছেন না তিনি। তবে এই পর্তুগিজ সুপারস্টার গতকাল শনিবার (১৮ মার্চ) গোলের দেখা পেয়েছেন। তার গোলের সঙ্গে জয়ে ফিরল আল-নাসরও।

এর আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় নাসর। সেই ম্যাচসহ টানা তিন খেলায় রোনালদো গোলের দেখা পাননি। গতকাল শনিবার আভার বিপক্ষে সৌদি প্রো লিগে নামেন রোনালদোরা।

এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। ম্যাচের ২৬তম মিনিটে গোল হজম করে আল নাসর। আব্দুলফাত্তাহ আদাম আহমেদ গোলটি করেন। এরপর বারবার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন রোনালদোরা। তাই আরেকটি হার নিয়েই তাদের মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয়। দ্বিতীয়ার্ধেও একই ফলই আসতে থাকে।

অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ফ্রি-কিক থেকে পাওয়া অসাধারণ এক গোলে তিনি দলের ডেডলক ভাঙেন। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে নাসরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫