Logo
×

Follow Us

খেলাধুলা

বাংলাদেশ-তাইপে ফাইনাল আজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৯:২০

বাংলাদেশ-তাইপে ফাইনাল আজ

বাংলাদেশ কাবাডি দল। ছবি: সংগৃহীত

জয়রথে চেপে বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ। গতকাল সোমবার (২০ মার্চ) সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। একই দিনে আরেক সেমিতে ইরাককে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে চাইনিজ তাইপে। 

আজ মঙ্গলবার (২১ মার্চ) শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে তারা। আসরের ফাইনাল নিশ্চিত করে কাবাডি বিশ^কাপ এবং এশিয়ান গেমসে খেলার টিকেটও কেটেছে দুই দল।

থাইল্যান্ডকে হারালেও সেমিতে শুরুটা ভালো ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। প্রথমেই দুটি পয়েন্ট আদায় করে নেয় থাইবাহিনী। এরপর অতিথিদের প্রামোত সাইসিং রেইড দিতে গিয়ে ম্যাটের বাইরে চলে গেলে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। খানিক বাদে ৪-৪ পয়েন্টে ম্যাচে সমতা টানে সাজুরাম গয়াতের শিষ্যরা। ১৪ মিনিটে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ (৮-৭)। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। পরের মিনিটেই তুহিন তরফদারের রেইডে প্রথমবারের মতো থাইল্যান্ডকে অলআউট করে লোনা পায় বাংলাদেশ।

সব মিলে ১৭-১১ স্কোরলাইনে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের ভুলত্রুটি কাটিয়ে ওঠে অনেকটাই। ২৩ মিনিটে থাইদের অলআউট করে আবারও (২৪-১২)। এক পর্যায়ে বাংলাদেশ ২৯-১৬ পয়েন্টে এগিয়ে গেলেও টানা কয়েকবার ভুল খেলার খেসারত দেয়। সুযোগ পেয়ে টানা ৫টি পয়েন্ট লাভ করে থাইল্যান্ড (২০-৩০)। এরপর কৌশলী খেলায় ধীরে ধীরে ব্যবধান বাড়ান তুহিনরা। এগিয়ে যায় ৩৭-২২।

শেষ পর্যন্ত ৪৫-২৬ ব্যবধানে এগিয়ে থেকে টানা তৃতীয়বার বঙ্গবন্ধু কাপে শিরোপা লড়াই নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। অপর সেমিতে ইরাককে ৫২-৪৪ পয়েন্টে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। শিরোপার লড়াইয়ে যে এই দলটির মুখোমুখি হতে হবে, বিষয়টি আগেই অনুমান করতে পেরেছিলেন তুহিন। বাংলাদেশ অধিনায়ক তাই সেমিতে জয়ের পরই বলে দিয়েছিলেন, ‘চাইনিজ তাইপেকেই আমরা সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখছি। গত রবিবার (১৯ মার্চ) ওদেরও সেমিফাইনাল ম্যাচ আছে।’

থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ বিশ্লেষণে তুহিন বলেছেন, ‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে। তাদের নিয়েই ম্যাচ সাজানো হয়। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে। তা ছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিপক্ষে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে। যা হোক আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে এশিয়ান গেমস ও বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বিশ্বকাপে কাবাডি দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়।’

আপাতত বঙ্গবন্ধু কাপে শিরোপা জয়ের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে। টুর্নামেন্টের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজরা। তুহিনের বিশ্বাস সাফল্যের ধারা অব্যাহত রাখবেন তারা, ‘বঙ্গবন্ধু কাপের আগের দুই আসরে আমরা জিতেছি। তৃতীয়টা ঘরের তোলার পথে এগিয়ে গিয়েছি। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫