Logo
×

Follow Us

খেলাধুলা

ঘরের মাঠে তিন বছর পর বাংলাদেশের লজ্জাজনক হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১৯:৪১

ঘরের মাঠে তিন বছর পর বাংলাদেশের লজ্জাজনক হার

ছবি: সংগৃহীত

গত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে পেনাল্টি উপহার দিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কায় তিন জাতি সিরিজেও স্বাগতিকদের একই উপহার দিয়েছিল তারা। এবার দিল সিশেলসকে।

প্রতিবারই প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়া খেলোয়াড়টি সাদউদ্দিন! সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ার পর তাই অধিনায়ক জামাল ভূঁইয়া উগরে দিলেন ক্ষোভ।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার সিশেলসের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। ঘরের মাঠে তিন বছর পর হারলেন জামাল ভূঁইয়ারা। দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে একই ব্যবধানে জিতেছিল হাভিয়ের কাবরেরার দল।

সাদউদ্দিনের অবিশ্বাস্য ভুলে পেনাল্টি পায় সিশেলস। বক্সে লাফিয়ে ওঠা বল ক্লিয়ার করতে গিয়ে ড্যারিল লুইসের মাথায় লাথি মেরে বসেন তিনি। মাইকেল মানচিনে দারুণ স্পট কিকে এগিয়ে নেন সিশেলসকে। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য, দুই ম্যাচের সিরিজে সিশেলসকে ড্র করার পথ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে সিশেলস। তবে এই সিরিজের ড্রয়ে তাদের উন্নতি হবে, পিছিয়ে যাবে বাংলাদেশ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫