Logo
×

Follow Us

খেলাধুলা

বিশ্বকাপে অনিশ্চিত কেইন উইলিয়ামসন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১১:১৪

বিশ্বকাপে অনিশ্চিত কেইন উইলিয়ামসন

কেইন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চোটের কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও কেইন উইলিয়ামসন অংশ নিতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে জশুয়া লিটলের বলে স্কয়ার লেগে উড়িয়ে মারেন রুতুরাজ গায়কোয়াড়। ছয় বাঁচাতে সেখানে ফিল্ডিংয়ে থাকা উইলিয়ামসন জোরে লাফ দেন। সেই চেষ্টায় বাউন্ডারি রক্ষা করতে সক্ষম হলেও, তিনি ব্যর্থ হন পায়ের ভারসাম্য রাখতে।

উইলিয়ামসন পরে আর দাঁড়াতে পারেননি। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকা কিউই তারকা পরে সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন। পরবর্তীতে ফ্র্যাঞ্চিজিটির পক্ষ থেকে জানানো হয়, উইলিয়ামসনের ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর।

আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরের দিনই দেশে ফিরে গিয়েছিলেন উইলিয়ামসন। সেখান থেকেই বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা যায়, এই তারকা ক্রিকেটারের ডান হাঁটুর লিগামেন্ট ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যথা কিছুটা সারলে তিন সপ্তাহ পর শুরু হবে চিকিৎসা কার্যক্রম।

হাঁটুর চোট সারতে কয়েকটা অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে উইলিয়ামসনকে। অপারেশনের পর পুনর্বাসনেও লাগবে দীর্ঘ সময়। এদিকে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আরও ৬ মাস। উইলিয়ামসনের পুনর্বাসন প্রক্রিয়া চলতে পারে চলতি বছরের শেষ পর্যন্ত। সবমিলিয়ে আইপিএলের পর এবার বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন নিউজিল্যান্ড অধিনায়ক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫