Logo
×

Follow Us

খেলাধুলা

ভলিবলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১১:২০

ভলিবলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ভলিবল দল। ছবি: সংগৃহীত

নারী চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে ঈদের পর অনুশীলনে ফিরবে বাংলাদেশ ভলিবল দল। তার আগে মেয়েরা জানতে পারল যে, টুর্নামেন্টে কারা তাদের প্রতিপক্ষ। 

গতকাল বুধবার (১২ এপ্রিল) ড্রয়ে আনুষ্ঠানিকতায় ‘এ’ গ্রুপে পড়েছে লাল-সবুজ দল। স্বাগতিক নেপাল ছাড়াও তাদের গ্রুপ আছে কিরগিজস্তান এবং ভারত। ‘বি’ গ্রুপের চার দল হলো- উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং কাজাখস্তান।

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্টটি হবে কাঠমান্ডুতে। নারী চ্যালেঞ্জ কাপ শুরু হবে ২২ মে। চলবে ২৮ মে পর্যন্ত। গ্রুপপর্বে ৮ দল লড়বে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতি গ্রুপের সেরা ২টি করে দল সেমিফাইনালে খেলবে। এই আসরকে সামনে রেখে আগেই ট্রায়ালের আয়োজন করে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। 

সংস্থার নারী উইংয়ের সম্পাদক নিবেদিতা দাস বলেছেন, ‘ট্রায়ালের মধ্যে ২৩ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছে। ঈদের পর ২৫, এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫