Logo
×

Follow Us

খেলাধুলা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ২২:৩২

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিত

করোনাভাইরাসের কারণে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিত গোষণা করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল ৩১টি ডিসিপ্লিনের এই গেমসটি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিওএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গেমস স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পূর্ব নির্ধারিত মুল অনুষ্ঠান পুনর্বিন্যাস করেছে সরকার। যেহেতু আমাদের জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে সরে এসেছে সরকার, সেহেতু আমরাও কিছু দিনের জন্য গেমসটি পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বশির বলেন, ইতোমধ্যে জনসমাবেশ পরিহার করার একটি নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল বৃহৎ পরিসরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা। সুতরাং ওই উদ্বোধনী অনুষ্টানে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হবে। বাংলাদেশ গেমস স্থগিতের কারণগুলোর মধ্যে এটি একটি। দ্বিতীয়ত আমাদের অ্যাথলেটদের মধ্যে বিরাজ করছে করোনা ভাইরাসের আতংক। এমন পরিস্থিতিতে গেমসে তারা সেরাটা দিতে পারবে না।

তিনি বলেন, এই বিষয়ে নির্দেশনার জন্য গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিওএ সভাপতি ও মহাসচিব। তিনিই নির্দেশ দিয়েছেন কিছুদিন পিছিয়ে দেয়ার জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিওএ মহাসচিব শাহেদ রেজা বলেন, আগামী বছর ১৭ মার্চ পর্যন্ত চলবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। তবে এই বছরের মধ্যেই আমরা এই গেমসটি আয়োজন করব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫