Logo
×

Follow Us

খেলাধুলা

বিশ্বকাপের আগে খেলার সুযোগ পাবেন মাহমুদউল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ১৪:১৯

বিশ্বকাপের আগে খেলার সুযোগ পাবেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে প্রতিটি দলই। এদিকে দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে থাকবেন কিনা এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

মাহমুদউল্লাহ রিয়াদ অনেক স্মরণীয় জয়েরও সাক্ষী হলেও এখন বয়স হয়ে গেছে, ব্যাটিংয়ের ধার কমেছে, ফিল্ডিংয়ের অবস্থাও বেহাল। হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে দলে ছিলেন তিনি।

কিন্তু এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না, নেই আইরিশদের বিপক্ষে পরের সিরিজেও। এ অবস্থায় বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা।

কয়েকদিন আগে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, রিয়াদকে বিশ্বকাপ দলে দেখেন না তিনি।

ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতির জন্য সিলেটে তিনদিনের ক্যাম্প করেছেন তামিম ইকবালরা। শনিবার শেষদিনে বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা নিয়ে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, আগে যেটা বলেছি, তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনও ওই মানসিকতা বদলাইনি। 

এদিকে এক সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, আমাদের অ্যাপ্রোচ সবসময় থাকবে ইতিবাচক আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। ক্রিকেটারদেরও আমি এই কথা বলি সবসময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী ইন্টেন্ট নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫