Logo
×

Follow Us

খেলাধুলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফুটবলারের ‘আত্মহত্যা’

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১৯:৩৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফুটবলারের ‘আত্মহত্যা’

ফুটবলার সোহেল জমাদ্দারের স্বজনদের আর্তনাদ। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে স্টেডিয়ামের নবনির্মিত ড্রেসিং রুমে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফুটবলার সোহেল জমাদ্দার (২৩)।

গতকাল শনিবার (৬ মে) রাতে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। আজ রবিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।

সোহেল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন। সোহেলের স্ত্রীসহ আট মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার অনুষ্ঠিত খেলায় অংশ নিতে শনিবার দুপুরের দিকে স্টেডিয়ামে আসেন সোহেল। শনিবার সন্ধ্যার পর থেকে সোহেলের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় তার পরিবার। রবিবার সকালে স্টেডিয়ামে খুঁজতে এসে মৃতদেহ খুঁজে পান তারা।

নিহতের বোন শান্তা ইসলাম জানান, নগরীর একটি বেসরকারি কলেজের ছাত্রীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় সোহেলকে অন্যত্র বিয়ে করানো হয়। সম্প্রতি পরিবারের সদস্যদের অজান্তেই সেই প্রেমিকার সঙ্গে ফের সম্পর্কে জড়ায় সোহেল।

নাম-পরিচয় গোপন রেখে প্রেমিকা বলেন, আত্মহননের আগে আমার ইমোতে দড়ি ও একটি মইয়ের ছবি পাঠান সোহেল। রাতে আমাকে ভিডিও কলে যুক্ত রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল আত্মহত্যা করেছেন। ফাঁস নেওয়ার পর দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় তার মাথা ফেটে গেছে। ভিডিও কলে রেখে আত্মহত্যার যথেষ্ট আলামত পাওয়া গেছে।

এছাড়া আত্মহননের আগে পাঠানো ছবিও আমরা আলামত হিসেবে সংগ্রহ করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫