Logo
×

Follow Us

খেলাধুলা

৪৮ ঘণ্টা পরই সিংহাসনচ্যুত পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১১:৪৩

৪৮ ঘণ্টা পরই সিংহাসনচ্যুত পাকিস্তান

নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে হেরে সিংহাসনচ্যুত হয়েছে দলটির। ছবি: সংগৃহীত

দিন দুই আগেই নিউজিল্যান্ডকে টানা চার ম্যাচ হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল বাবর আজমের দল। কিন্তু, আটচল্লিশ ঘন্টাও শীর্ষ স্থানে থাকা হলো না তাদের। নিউজিল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে হেরে সিংহাসনচ্যুত হয়েছে দলটির। 

ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচ জয়ের পর রবিবার (৭ মে) নামে পঞ্চম ও শেষ ম্যাচে। এদিন লক্ষ্য ছিল কিউইদের হোয়াইটওয়াশ করার। 

করাচি জাতীয় স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ওপেনার উইল ইয়ংয়ের ৮৭ ও অধিনায়ক ল্যাথামের ৫৯ রানের সুবাদে ২৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫২ রানেই থামে পাকিস্তান। হারে ৪৭ রানে।

এই হারে ইতিহাস গড়া আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে পাকিস্তান। দুই দিনের ব্যবধানেই এই রাজত্ব হারিয়েছে দলটি। এতে করে আবারও পুরনো মুকুট ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া, আর তিনে নেমে গেছে দ্য গ্রিন ম্যানরা। এছাড়া ১১৩ রেটিং পয়েন্টে তালিকার দুইয়ে আছে ভারত। তিনে থাকা বাবরদের রেটিং পয়েন্ট ১১২।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫