Logo
×

Follow Us

খেলাধুলা

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের প্রথম চারজনের তিনজনই পাকিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ২৩:২৯

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের প্রথম চারজনের তিনজনই পাকিস্তানের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দল। ছবি: এএফপি

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের প্রথম চারজনের মধ্যে তিনজনই এখন পাকিস্তানের। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আজ বুধবার (১০ মে) ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

 বাবর আজমের স্বদেশি আক্রমণাত্মক ওপেনার ফখর জামান আছেন তিনে। তার রেটিং পয়েন্ট ৭৫৫। এক ধাপ এগিয়ে চার নম্বরে ওঠা আরেক বাঁহাতি ওপেনার ইমামের রেটিং পয়েন্ট ৭৪৫।

সেরা চারের কেবল একজনই পাকিস্তানের বাইরের। দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার রাসি ফন ডার ডাসেন রয়েছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট ৭৭৭।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামের উন্নতি হয়েছে আট ধাপ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও ইংল্যান্ডের জো রুটের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে আছেন তিনি। তার সতীর্থ উইল ইয়াং ২৪ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের ডানহাতি গতিময় পেসার হারিস রউফের উন্নতি হয়েছে নয় ধাপ। তিনি আছেন ৪২ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন তিনি। একই দলের বাঁহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম ঢুকেছেন র‍্যাঙ্কিংয়ের সেরা একশতে। তিনি ৬৯তম স্থানে উঠেছেন।

নিউজিল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার ম্যাট হেনরি ক্যারিয়ারসেরা চার নম্বরে অবস্থান করছেন। তিনি এগিয়েছেন এক ধাপ। তার রেটিং পয়েন্ট ৬৬৭। এর আগেও বোলিং র‍্যাঙ্কিংয়ের চারে উঠেছিলেন তিনি, ২০২১ সালের মার্চে। তখন ক্যারিয়ারসেরা ৬৯১ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন হেনরি।

বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তার রেটিং পয়েন্ট ৭০৫। সেরা তিনের বাকি দুজন হলেন ভারতের মোহাম্মদ সিরাজ (৬৯১ রেটিং পয়েন্ট) ও অস্ট্রেলিয়ারই মিচেল স্টার্ক (৬৮৬ রেটিং পয়েন্ট)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫