Logo
×

Follow Us

খেলাধুলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ২৩:০৪

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ের রেকর্ড

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সোমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০৮ রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ওয়ানডে ইতিহাসে সপ্তম দল হিসেবে ৪০০ রান করল তারা। 

রেকর্ড রান করার ম্যাচে জয়েরও রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৪ রানের জয় পেয়েছে তারা। 

চলতি বছরের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ৩১৭ রানের জয়ের ইতিহাস গড়ে ভারত। ওয়ানডে ক্রিকেটে ৫৩ বছরের ইতিহাসে সেটিই সবচেয়ে বড় রানের জয়। 

আজ সোমবার (২৬ জুন) ভারতের সেই রেকর্ড আরেকটু হলেই ভেঙে দিতে পারত জিম্বাবুয়ে। হারারেতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছে ৩০৪ রানে। 

এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। টার্গেট তাড়ায় ২৫.১ ওভারে ১০৪ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫