Logo
×

Follow Us

খেলাধুলা

বাংলাদেশকে পাহাড়সম টার্গেট দিলো আফগানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১৮:৩২

বাংলাদেশকে পাহাড়সম টার্গেট দিলো আফগানরা

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে আফগান ক্রিকেটার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েছেন। দিন শেষে৯ উইকেটে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তুলেছে দলটি। জিততে হলে তাই রেকর্ড গড়তে হবে লিটন-সাকিবদের।

রশিদদের কাছে প্রথম ওয়ানডে হারের পর ‘নাটকীয়’ দুটি দিন গেছে দেশের ক্রিকেটে। তামিম হঠাৎ অবসর নিয়ে একদিন পর প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরলেও ধাক্কা সামলাতে পারেনি দল। নাঈম শেখকে একাদশে ডেকে টস জিতে বোলিং নেন নেতৃত্বভার পাওয়া লিটন দাস। কিন্তু তার এলোমেলো বোলিং আক্রমণের সুযোগ নিয়ে দুর্দান্ত জুটি গড়ে আফগানিস্তান। 

আজ শনিবার (৮ জুলাই) টসে জিতে আফগানদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। এদিন একপ্রান্তে উইকেট ধরে রেখেছিলেন ইব্রাহিম জাদরান। অন্য প্রান্তে ব্যাট তুলে খেলতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ।

তারা প্রথমে দেশের সর্বোচ্চ ১৩৫ রানের ওপেনিং জুটির রেকর্ড ভাঙেন। এরপর ভাঙেন দেশের পক্ষে সর্বোচ্চ ২১৮ রানের জুটির রেকর্ড। এর মধ্যে গুরবাজ সেঞ্চুরি তুলে নেন। ফেরেন ১২৫ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে। মাত্র ২০ ওয়ানডে খেলে চতুর্থ সেঞ্চুরির এই ইনিংস তিনি সাজান ১৩টি চার ও আটটি ছক্কার শটে। 

এরপর দ্রুত উইকেট তুলে নিতে শুরু করে বাংলাদেশ। তাতে আটকানো যায়নি আফগানদের রান। ওপর প্রান্তে দাঁড়িয়ে ইব্রাহিম জাদরান তুলে নেন সেঞ্চুরি। ১১৯ বল খেলে নয়টি চার ও এক ছক্কায় ঠিক ১০০ রান করে আউট হন এই ২১ বছর বয়সী ব্যাটার। মাত্র ১৩ ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পান। শেষ দিতে মোহাম্মদ নবী ১৫ বলে ২৫ রান যোগ করেন। অন্য ব্যাটাররা ১০ রান পেরোতে পারেননি।

দুই আফগান ওপেনারের কাছে শুরুতে মার খাওয়া বাংলাদেশ বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের। তিনি ১০ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অন্য স্পিনার মেহেদি মিরাজ ১০ ওভারে ৬০ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

এছাড়া পেসার মুস্তাফিজ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিলেও ১০ ওভারে যথাক্রমে ৬০ ও ৭০ রান খরচ করেন। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার আগে পেসার এবাদত ৯.২ ওভারে ৬১ রানে নেন একটি উইকেট।   

ওয়ানডে ফরম্যাটে আফগানদের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিততে পারলে রেকর্ড হবে স্বাগতিকদের। এর আগে দু’বার সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫