
সতীর্থদের সাথে নিজের প্রথম গোল উদযাপন করছেন বেলিংহ্যাম। ছবি: সংগৃহীত
জয় দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ লিগে নিজেদের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। গোল দুইটি করেছেন বেলিংহ্যাম ও রদ্রিগো।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে রেয়ালের শুরুটা ছিলো একটু ধীর গতির। কিন্তু লিড নিতে সময় নেয়নি লস ব্লাঙ্কোসরা। ২৮তম মিনিটে মৌসুমের প্রথম গোল আসে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর পা থেকে। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস জুনিয়র। পায়ের কারিকুরি ও গতিতে দুই জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু অনেকটা গোলকিপার বরাবর শট নিয়ে হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লা লিগায় নিজের অভিষেকটা রাঙিয়ে রাখলেন জুড বেলিংহ্যাম। ডাভিড আলাবার কর্নার থেকে বল পেয়ে চমৎকার ভলিতে জাল খুঁজে নেন বেলিংহ্যাম। বিরতির আগে তার গোলেই ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে বিলবাও। ৭৪তম মিনিটে ওইহান সানসেটের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আলবা। তিন মিনিট পর দারুণ স্লাইডে বিলবাওয়ের আরেকটি আক্রমণ রুখে দেন অহেলিয়া চুয়ামেনি। বদলি নামার পর গোলের সুযোগ পেয়েছিলেন মদ্রিচ। ৮৩তম মিনিটে তার শট ঠেকিয়ে দেন বিলবাও গোলকিপার।
বিলবাও খেলায় ফেরার চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রণ নেয়। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রিয়াল লিড ধরে রেখে সহজ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।