Logo
×

Follow Us

খেলাধুলা

মেসিকে নিয়ে দুঃসংবাদ পেল মায়ামি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১৮:১২

মেসিকে নিয়ে দুঃসংবাদ পেল মায়ামি

লিওনেল মেসি।

ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর পর টানা খেলে যাচ্ছেন লিওনেল মেসি। ৩৫ বছরের এই আর্জেন্টাইন এরমধ্যে খেলে ফেলেছেন ৯ ম্যাচ। এবং গোল করেছেন ১১টি। এই তারকা ফরোয়ার্ডের অভিষেক হয়েছে এমএলএসে।

তবে কোচ টাটা মার্টিনো জানিয়ে দিয়েছেন, কমপক্ষে তিন ম্যাচে এই মহাতারকাকে পাচ্ছে না মায়ামি। যদিও বিশ্রাম নয়, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতেই তিনি ক্লাব থেকে ছুটি পাচ্ছেন।

আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। এরপর লিওনেল স্কালোনির দল বলিভিয়ায় বিপক্ষে দ্বিতীয় বাছাই পর্বের ম্যাচটি খেলবে।

আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) ন্যাশভিলে এবং ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা কম।

এই সময়ে টানা খেলে যাওয়া মেসিকে নিয়ে ভাবছেন মায়ামি কোচ। তাই ম্যাচের পরই জানিয়ে দিয়েছেন কোচ, মেসিকে কয়েকদিন বিশ্রামে রাখার কথা।

আর্জেন্টাইন এই কোচ বলছেন, ‘এটি (নিউইয়র্কের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জয়। এরপর মেসিকে ছাড়াই আমাদের কিছু সময় কাটাতে হবে। জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় অন্তত তিন ম্যাচে তাকে পাবে না মায়ামি। একইভাবে পরের বছরও কিছু সময় যাবে। তবে আমাদের বুঝতে হবে যে সে না থাকলেও আমাদের ভালো ফলাফল দরকার।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫