
লিওনেল মেসি।
রেড বুলসের বিপক্ষে দলকে জয় এনে দিলেও স্বস্তিতে থাকতে পারছেন না বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। কেননা মেজর লিগ সকারের নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এমএলএসের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দলের সকল খেলোয়াড়কে প্রয়োজন অনুযায়ী দিতে হবে সাক্ষাৎকার। কিন্তু দলের সকলে সাক্ষাৎকার দিলেও সেখানে অংশ নেননি মেসি। আর তাতেই তিনি ভেঙেছেন লিগের নিয়ম।
ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে বলেন, ‘সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি।’
নিয়মভঙের কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত মায়ামির জার্সি গায়ে মেসির গোল করেছেন ১১টি। পাশাপাশি ক্ষুদে জাদুকরের অ্যাসিস্ট করেছেন ৩টি।