
লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত
এশিয়া কাপের পর্দা উঠতে আর মাত্র ২ দিন বাকি। আর ৩১ আগস্ট মিশন শুরু হবে বাংলাদেশ দলের। সে লক্ষ্যে গতকাল রবিবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কায় উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা। তবে জ্বরের কারণে যেতে পারেননি বাংলাদেশ দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাস।
জ্বরে আক্রান্ত লিটন বর্তমানে নিজের বাসায় বিশ্রামে আছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সতর্কতা হিসেবে গতকাল তার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিলো। তাতে অবশ্য স্বস্তির খবরই পেয়েছে বাংলাদেশ। ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে লিটনের।
এদিকে আজ সোমবার (২৮ আগস্ট) দলের সঙ্গে যোগ দেয়ার কথা লিটনের। কিন্তু এখনো জ্বর থেকে সেরে ওঠেননি তিনি। তাই আজও দলের সঙ্গে যোগ দেয়া হচ্ছে না লিটনের।
৩১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা । লঙ্কানদের বিপক্ষে ম্যাচসহ গ্রুপ পর্বে এই ওপেনারকে পাওয়া নিয়ে এখন শঙ্কা থাকছেই। পুরো বিষয়টিই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
এবিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি গণমাধ্যমকে বলেন, ‘আজকে সকালেও ওর জ্বর ছিলো। এখনও ওর জ্বর আছে। ডে বাই ডে দেখবো আমরা। যখনই সে ভালো হয় চলে যাবে।’
তিনি আরও বলেন, আসলে এখনকার জ্বর তো একেকজনের ওপর একেকভাবে প্রভাব ফেলে। জ্বরের পর দুর্বলতা থাকতে পারে। গতকাল ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছিলো সেটার রেজাল্ট নেগেটিভ। এটা আবারও করানো হবে। এখন জ্বর না কমলে তো সে যেতে পারবে না।