Logo
×

Follow Us

খেলাধুলা

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

মুশফিক রহিম। ছবি: সংগৃহীত

কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক রহিম। 

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরে ছিলেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত ম্যাচের আগেই দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালেই দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন মুশফিক। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মুশফিক লিখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্য সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। পোস্টে নিজ পরিবারের জন্য দোয়াও চেয়েছেন মুশফিক। 

সোমবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫