Logo
×

Follow Us

খেলাধুলা

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩০

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় খেলা শুরুর কথা ছিল। 

তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন। অভিষেক হচ্ছে জাকির হাসানের। এছাড়া দলে ঢুকেছেন শান্ত, মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান বাদ। নিউ জিল্যান্ড দলে অ্যাডাম মিলনে ও ডিন ফক্সক্রফট খেলবেন কাইল জেমিসন ও চ্যাড বাওয়েসের বদলে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান  মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫