Logo
×

Follow Us

খেলাধুলা

এশিয়াডে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বিশাল ফারাক

Icon

আহসান হাবীব সুমন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১০:৩৩

এশিয়াডে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বিশাল ফারাক

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ১৯তম আয়োজক চীনের হাংজু শহর এখন উৎসবের নগরী। ২৩ সেপ্টেম্বর হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে মশাল প্রজ্বালনের মাধ্যমে ঘোষণা করা হয় গেমসের উদ্বোধন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গেমসের মশাল প্রজ্বালন করেন অলিম্পিকে স্বর্ণজয়ী সাঁতারু ওয়াং শুন ও আরেক স্বর্ণজয়ী ব্যাডমিন্টন তারকা লি লিংওয়ে।

এশিয়ান গেমসে ৪৫ দেশের ১২ হাজার ৪১৭ অ্যাথলেট লড়ছেন ৪৮১টি পদকের জন্য। হাংজু এশিয়াডের ১৭টি ডিসিপ্লিনে বাংলাদেশের ১০৪ জন পুরুষ এবং ৭৬ জন নারী অ্যাথলেট অংশ নিয়েছেন। এছাড়া ৫৫ জন পুরুষ কর্মকর্তা ও প্রশিক্ষক এবং পাঁচজন নারী প্রশিক্ষক ও কর্মকর্তা আছেন দলের সঙ্গে। বাংলাদেশের হয়ে মার্চপাস্টে লাল-সবুজের পতাকা বহন করেন নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও দাবাড়ু নিয়াজ মোর্শেদ। তবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফুটবল আর ক্রিকেটসহ কয়েকটি খেলায় বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। ফুটবলে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের অলিম্পিক দল হেরেছে মিয়ানমার আর ভারতের কাছে। তবে শেষ ম্যাচে মহাশক্তিধর চীনকে রুখে দিয়ে প্রশংসা কুড়িয়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে ২০১৮ সালের জাকার্তা গেমসের নক আউট পর্বে ওঠার ইতিহাস ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

ইমরানুর রহমান।

এশিয়ান গেমসের প্রথম সপ্তাহে বাংলাদেশের হকি দল সাফল্য-ব্যর্থতার স্বাদ পেয়েছে সমানভাবে। প্রথম দুই ম্যাচে জাপান আর পাকিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজয় জুটেছে বাংলাদেশের ভাগ্যে। তবে পরবর্তী দুই ম্যাচে সিঙ্গাপুর আর উজবেকিস্তানের বিপক্ষে জিতেছে জিমি-আশরাফুলরা। গ্রুপ পর্বে বাংলাদেশ হকির শেষ মোকাবিলা ভারতের বিপক্ষে। নারী ফুটবলে বাংলাদেশ প্রথম অংশ নিয়েছে এশিয়ান গেমসে। সাইফুল বারী টিটোর কোচিংয়ে বাংলাদেশ হতাশই করেছে। প্রথম দুই ম্যাচেই জাপানের বিপক্ষে ০-৭ আর ভিয়েতনামের কাছে ১-৬ গোলে হেরেছে সাবিনা খাতুনরা। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে সাবিনার গোলে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে হোঁচট খেয়েছে। ৮৩ মিনিটে রেখা পৌডেলের গোলে বাংলাদেশকে রুখে দেয় নেপাল। ২০২২ সালে নেপালকে হারিয়েই সাফ ফুটবলের শিরোপা জিতেছিল সাবিনা অ্যান্ড কোং।

হাংজুতে বাংলাদেশের স্বপ্নের মধ্যমণি ছিলেন দুই প্রবাসী জিনাত ফেরদৌস আর ইমরানুর রহমান। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার জিনাত ৫০ কেজি লাইটওয়েট ওজন শ্রেণিতে নিউইয়র্ক রিজিওনের চ্যাম্পিয়ন। কিন্তু বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই পরাজিত হয়ে ইতি ঘটেছে তার এশিয়াড স্বপ্নের। হাংজু জু জিমনিশিয়ামে মঙ্গোলিয়ান বক্সার ইয়ুসগেনের সঙ্গে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন তিনি। তিন মিনিটে করে তিন রাউন্ডের খেলায় পাত্তাই পাননি জিনাত। হেরেছেন ০-৫ পয়েন্টে। সর্বশেষ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন লাল-সবুজের বক্সার মোশাররফ হোসেন।

লন্ডনপ্রবাসী ইমরানুর বর্তমানে বাংলাদেশের জাতীয় অ্যথলেটিক্সসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন। চলতি বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। কিন্তু এশিয়াডের সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্টে তিনি বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকে। ১০ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে প্রথম সেমিফাইনালে তিনি ষষ্ঠ স্থানে থেকে দৌড় শেষ করেন। অথচ আগস্ট মাসে লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে একটি প্রতিযোগিতায় তিনি স্প্রিন্ট শেষ করেছিলেন ১০.১১ সেকেন্ডে।

অতীতে বাংলাদেশ শুটিং ইভেন্টে পেয়েছে সাফল্য। কমনওয়েলথ গেমসসহ নানা প্রতিযোগিতায় এসেছে স্বর্ণালি সাফল্য। হাংজু এশিয়াডে ইরানি কোচ আলি জায়েরের অধীনে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে বাংলাদেশের অংশগ্রহণ। কিন্তু ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশনে ৫৪ জনের মধ্যে ৩৪তম স্থান পেয়েছেন ৫৭১.৩৪ স্কোর করা রবিউল ইসলাম। আব্দুল্লাহ হেল বাকী ৩৬ আর শোভন চৌধুরী ৪২তম স্থান পেয়ে হতাশায় নিমজ্জিত হয়েছেন। ২০১৪ কমনওয়েলথ গেমসে রুপা জেতা ৩৪ বছরের বাকি তো অবসরের চিন্তা করছেন। ব্যক্তিগত ইভেন্টের মতো দলগত প্রতিযোগিতাতেও শুটাররা টেনেছেন ব্যর্থতার ঘানি।

জিনাত ফেরদৌস।

এশিয়ান গেমসের প্রথম সপ্তাহে বাংলাদেশের জন্য একমাত্র সুখবর বয়ে এনেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিগার সুলতানারা জিতেছেন ব্রোঞ্জ। এর মাধ্যমে ৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেল নারী ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। পদক জয়ের সম্ভাবনা রয়েছে পুরুষ ক্রিকেটে। এশিয়াডে পুরুষ ক্রিকেট দল খেলবে আফিফ হোসেনের নেতৃত্বে। আইসিসি র‍্যাংকিংয়ের সুবাদে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকাকে খেলতে হচ্ছে না গ্রুপ পর্ব ।

এশিয়ান গেমসে অংশে নিতে যাওয়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অন্তত ছয়টি ডিসিপ্লিনে পদক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। ডিসিপ্লিনগুলো হলো ক্রিকেট (নারী ও পুরুষ), শুটিং, কাবাডি, আর্চারি, অ্যাথলেটিকস ও বক্সিং। ইতোমধ্যে বক্সিং আর স্প্রিন্টে স্বপ্ন শেষ হয়েছে। ক্রিকেট থেকে মেয়েরা পদক এনে দিয়েছেন। আর্চারি নিয়ে আশা করা যায়। ২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে ১০টির মধ্যে ১০টিতেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এছাড়া তারকা তীরন্দাজ রোমান সানা ও শ্যামলী রায়রা দেশে ও দেশের বাইরে ভালো ফল করেছেন। এশিয়াডে চীন, দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের প্রতিযোগীদের সঙ্গে বোঝা যাবে রোমানদের সামর্থ্য। তবে কাবাডিতে বাংলাদেশ ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সেক্ষেত্রে হয়তো ব্রোঞ্জ পদকের গ-ি থেকে বের হতে পারবে না কাবাডি।

আগামী ৮ অক্টোবর পর্দা নামবে ১৯তম এশিয়ান গেমসের। পরবর্তী এশিয়ান গেমসের আসর বসবে ২০২৬ সালে জাপানের আইসি আর নাগোয়া শহরে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫