Logo
×

Follow Us

খেলাধুলা

টাইগারদের শুভকামনা জানাল আর্জেন্টিনা ফেডারেশন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ২৩:০৪

টাইগারদের শুভকামনা জানাল আর্জেন্টিনা ফেডারেশন

আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার খবর ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সেখানকার মতো বাংলাদেশের রাস্তায়ও নেমেছিল মানুষের ঢল। 

আর্জেন্টিনার জার্সি গায়ে আর্জেন্টিনা সমর্থকেরা ‘মেসি, আর্জেন্টিনা’ স্লোগানে গলা ফাটিয়েছে। বাংলাদেশের সবকিছুই মুগ্ধতা ছড়িয়েছে আর্জেন্টাইনদের মাঝে।

বাংলাদেশি দর্শকপ্রিয়তায় মুগ্ধ হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শুভকামনা জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার এএফএ শুভকামনা জানাল বাংলাদেশ ক্রিকেট দলকে।

ভারতের ধর্মশালায় আগামীকাল শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ পর্ব শুরু হবে বাংলাদেশ দলের। আজ শুক্রবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছে এএফএ।

এএফএ তাদের ফেসবুক পোস্টে লিখেছে, আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়ন সত্ত্বাই তাদের জয়ের দিকে নিয়ে যাবে।

এদিকে এএফএর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত হয়েছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেইজে পোস্টটি শেয়ার দিয়েছেন তিনি।

তাসকিন লিখেছেন- আর্জেন্টিনা ফেডারেশনকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ এবং আমাদের অসংখ্য সমর্থকের জন্য জয় ছিনিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫