বিশ্বকাপের প্রাইজমানি: কোন দল কত অর্থ পুরস্কার পাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:২২

বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। ছবি: সংগৃহীত
মে-জুলাই ২০১৯ থেকে অক্টোবর-নভেম্বর ২০২৩। সময়ের হিসাবে সোয়া ৪ বছর। দীর্ঘ এই সময়ে বিশ্বের অনেক কিছুই বদলে গেছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে অকল্পনীয় হারে। মূল্যবৃদ্ধির সেই প্রভাব পড়েছে বিশ্ব ক্রিকেট অঙ্গনেও। প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের কোচ-ক্রিকেটারদের বেতন-ভাতা, ম্যাচ ফি, হাত খরচসহ সব আর্থিক সুবিধার অঙ্ক বড় হয়েছে। বেড়েছে বোর্ড কর্তা, আইসিসির প্রশাসকদের সম্মানী-ভাতাসহ নানা খরচ। বেড়েছে টিকিটের মূল্য, সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনী চুক্তিসহ নানা আর্থিক আয়ের রেটও বেড়েছে লাগামহীনভাবে। মূল্য বৃদ্ধির লাগামহীন এই প্রতিযোগিতার মধ্যেও বাড়েনি শুধু ২০২৩ আইসিসি বিশ্বকাপের (ওয়ানডে) প্রাইজমানি তথা অর্থ পুরস্কারের অঙ্ক।
অর্থ পুরস্কারের অঙ্ক ২০১৯ বিশ্বকাপেও যা ছিল, সোয়া ৪ বছর পেরিয়েও ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে একই আছে। ২০১৯ বিশ্বকাপেও অংশ নিয়েছিল ১০টি দল। এবারও তাই। ২০১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের ৪৫ ম্যাচসহ মোট ম্যাচ হয়েছিল ৪৮টি ২০২৩-এও তাই। ২০১৯ আসরে মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল ১০ মিলিয়ন বা ১ কোটি মার্কিন ডলার। ২০২৩ বিশ^কাপেও মোট অর্থ পুরস্কার থাকছে ১ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ১০৯ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকা।
২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড অর্থ পুরস্কার পেয়েছিল ৪ মিলিয়ন বা ৪০ লাখ মার্কিন ডলার। বর্তমান মূল্যের ভিত্তিতে বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা। ২০২৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলও পাবে ঠিক ৪ মিলিয়ন ডলার বা ৪৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা। ২০১৯ সালের রানার-আপ দল অর্থ পুরস্কার পেয়েছিল ২ মিলিয়ন বা ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি ৯০ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা। ২০২৩ আসরেও ফাইনালে হেরে শিরোপা-স্বপ্ন বিসর্জনের বেদনায় কাঁদতে থাকা দলটি পাবে ২ মিলিয়ন ডলার বা ২১ কোটি ৯০ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা।
২০১৯-এ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের প্রতি দল পেয়েছিল ৮ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৮ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। দুই দল মিলে পেয়েছিল ১৬ লাখ ডলার বা ১৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৭২০ টাকা। ২০২৩ বিশ্বকাপেও সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার বা ৮ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা করে মোট ১৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৭২০ টাকা।
২০১৯ আসরে গ্রুপপর্বের প্রতিটি জয়ের জন্য অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল ৪০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ ৮১ হাজার ৩৬৮ টাকা। ৪৫ ম্যাচে মোট দেওয়া হয়েছিল ১৮ লাখ ডলার বা ১৯ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৫৬০ টাকা। ২০২৩ বিশ^কাপেও দলগুলো গ্রুপপর্বের ম্যাচে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার বা ৪৩ লাখ ৮১ হাজার ৩৬৮ টাকা করে পাবে দলগুলো। এ ছাড়া ২০১৯ বিশ^কাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া ৬ দলের প্রতিটি দলকে দেওয়া হয়েছিল ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৪২০ টাকা। ৬ দলকে মোট দেওয়া হয়েছিল ৬ লাখ ডলার। ২০২৩ বিশ^কাপেও অঙ্কটা একই, গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া ৬ দলের প্রতি দলকে দেওয়া হবে ১ লাখ ডলার করে, ৬ দলকে মোট ৬ লাখ ডলার। সব মিলিয়ে এবারও মোট অর্থ পুরস্কারের অঙ্কটা ১ কোটি ডলার।