টস করছেন জস বাটলার ও কুশাল মেন্ডিস। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর আড়াইটায় শুরু হয়েছে।
সেমিফাইনালের রেসে টিকে থাকার ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথুজকে দলে ফিরিয়েছে লঙ্কানরা। সেই সঙ্গে লাহিরু কুমারাও একাদশে সুযোগ পেয়েছেন। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংলিশরা।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দিলশান মাধুশঙ্কা, লাহিরু কুমারা।