Logo
×

Follow Us

খেলাধুলা

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১৫:০২

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জেতে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

পুনেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। এর আগে, টস জিতে আগে ব্যাট করছে সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে আজকের ম্যাচের ২ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে থাকা ইংল্যান্ডের কাছে।

একাদশে আজ ২টি পরিবর্তন এনেছে ইংলিশরা। লিয়াম লিভিংস্টোন ও মার্ক উডকে একাদশের বাইরেও রেখছে তারা।

সে জায়গায় ফিরিয়েছেন হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসনকে। ডাচদের একাদশে একটি পরিবর্তন। সাকিব জুলফিকারের পরিবর্তে খেলবেন তেজা নিদামানুরু।

দুই দলের একাদশ-

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, দেভিদ মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

নেদারল্যান্ডস: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ফন বেক, রোয়েলফ ফন ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫