
বিশ্বকাপের সেরা একাদশের ৬ জনই ভারতের। ছবি: সংগৃহীত
স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের আসর। ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন। সেই একাদশের ৬ জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতের।
বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যস্ত বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ বাছাই করতে। এরই মধ্যে নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন। সেই একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড।
উইকেটরক্ষক হিসেবে উইজডেন একাদশে রেখেছে লোকেশ রাহুলকে। পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহর। আর স্পিনার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
উইজডেনের বিশ্বকাপ একাদশ:
রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।