
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। এক যুগের মতো সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন এ দুই মহাতারকা। এই দুই তারকার এমন দ্বৈরথ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করে থাকে গোটা ফুটবল বিশ্ব।
মেসি ও রোনালদো দুজনই ইউরোপে ছেড়েছেন। একজনের জায়গা হয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসরে, অন্যজন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। ফলে ভাটা পড়েছে তাদের প্রতিদ্বন্দ্বীতায়, সম্মুখ লড়াইয়ে মুখোমুখি হতে পারছেন না তারা। তবে আরও একবার প্রতিদ্বন্দ্বী হয়ে খেলতে দেখা যাবে সময়ের শ্রেষ্ঠ দুই ফুটবলারকে।
আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে রিয়াদ মৌসুমি কাপ। মাসের নাম জানা গেলেও এখনও টুর্নামেন্টের দিন-তারিখ ধার্য হয়নি। ওই টুর্নামেন্টে ইন্টার মায়ামিকে খেলতে দেখা যাবে। যেখানে আল নাসর ছাড়াও থাকবে নেইমারের জুনিয়রের আল হিলাল। যেখানে মুখোমুখি হবে আল নাসর ও ইন্টার মায়ামি।
সূত্র: ডেইলি মেইল।