Logo
×

Follow Us

খেলাধুলা

মুক্তি পেলেও গৃহবন্দি থাকতে হবে রোনালদিনহোকে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১১:১৪

মুক্তি পেলেও গৃহবন্দি থাকতে হবে রোনালদিনহোকে

ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনহো ৩২ দিন জেলে কাটানোর পর অবশেষে ছাড়া পেয়েছেন। 

কিন্তু তিনি পুরোপুরি মুক্ত নন। ১.৩ মিলিয়ন পাউন্ড জরিমানা দিয়ে জেল থেকে জামিন পেলেও প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে তাকে।

এর আগে গত ৬ মার্চ ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করতে গিয়ে ভাইসহ গ্রেফতার হয়েছিলেন রোনালদিনহো। পরে তার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়।

আদালতের রায়ে ছয় মাস জেল হয় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর। তাকে কারাগারে প্রেরণ করা হয়। অবশেষে ৩২ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড় রোনালদিনহো। এমন মামলায় প্যারাগুয়ের আদালত সহজেই ছাড় দেয় না। কিন্তু কিংবদন্তি বলেই হয়তো ছাড় দেয়া হলো রোনালদিনহোকে।

এদিকে রোনালদিনহো দাবি করেছেন, একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে প্যারাগুয়ে গিয়েছিলেন তারা। আর পাসপোর্টটিও সেই প্রতিষ্ঠানেরই সরবরাহ করা।

তবে এসব যুক্তি শোনেনি প্যারাগুয়ে আইন। বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড়কে শাস্তির মুখে ফেলে প্যারাগুয়ে।

প্রথমে ছয় মাসের জেল দেয়া হলেও এখন বাকি সময়টা রোনালদিনহো হোটেলে কাটাবেন। সে সময়ে তার আইনজীবীরা তাকে পুরোপুরি মুক্ত করার কাজে নিয়োজিত থাকবেন। সিদ্ধান্ত দিয়েছেন বিচারক গুস্তাভো আমারিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫