Logo
×

Follow Us

খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

নিউজিল্যান্ড একাদশকে হারিয়ে জয় দিয়ে সফর শুরু বাংলাদেশের। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এদিন টপ অর্ডারে চার ব্যাটারের মধ্যেই তিনজনই পেয়েছেন ফিফটির দেখা। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন। 

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লিনকনে শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৮৭ রান করেছেন রিশাদ। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৫৮, সৌম্য সরকার ৫৯ ও লিটন দাস ৫৫ রান করেন। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ২ বলে ৩০৮ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড একাদশ।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। 

এরপর প্রতিরোধ গড়ে কিউইরা। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। দুজনের জুটি শতরান ছাড়ায়। পোপলিকে ৯২ রানে প্যাভিলিয়নে ফেরান আফিফ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ৮৯ রান করে আউট হন সন্দীপ। শেষদিকে জই ফিল্ডের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫